এডুকেশন হসপিটালে স্বাগতম!
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এডুকেশন হসপিটালে তোমাদের স্বাগতম। সভ্য জাতি গঠনের প্রধান উপাদান শিক্ষা। একটি শিক্ষিত জাতিই পারে পৃথিবীর বুকে জায়গা করে নিতে এবং পারে একটি নতুন সভ্যতার জন্ম দিতে। রবীন্দ্রনাথের ভাষায় “শিক্ষা হল তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করেনা, বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে”। আমরা মনে করি “সুশিক্ষা হল তাই যা মানুষের জীবনকে আলোকিত করে তাঁকে মানবিক করে তোলে”। এই বিশ্বাসকে মনে ধারণ করে কোমলমতি শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে ২০০৫ সালে যে কার্যক্রম শুরু হয়েছিল তা সময়ের প্রয়োজনে আজ এডুকেশন হসপিটালে পরিনত হয়েছে । যার মূল শ্লোগান-“সুশিক্ষায় আলোকিত জীবন,মানব সেবায় করব দান”। আমারা আশা করি এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহনের মাধ্যমে তোমরা মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় ও আত্মশক্তিতে বলীয়ান হয়ে তোমাদের স্বপ্নকে সফল করতে এবং নিজেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে। এই প্রতিষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে দেশের সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে এবং সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। তাই এস, আমরা সবাই মিলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানব কল্যাণের মাধ্যমে আমাদের প্রিয় জন্মভূমিকে আলোর পথে নিয়ে যাই। যে আলোতে আলোকিত হয়ে বাংলাদেশ তথা বাঙ্গালী জাতি পৃথিবীর বুকে অধিষ্ঠিত হবে শ্রেষ্ঠতম স্থানে ।